সে-কাল sekal [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]
কবিতার শিরোনামঃ সেকাল
![সেকাল sekal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 সেকাল sekal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Einstein-2-300x225.jpg)
সেকাল sekal [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যদি জন্ম নিতেম
কালিদাসের কালে,
দৈবে হতেম দশম রত্ন
নবরত্নের মালে,
একটি শ্লোকে স্তুতি গেয়ে
রাজার কাছে নিতাম চেয়ে
উজ্জয়িনীর বিজন প্রান্তে
কানন-ঘেরা বাড়ি।
![সেকাল sekal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 সেকাল sekal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Andrews-at-shalbithi-197x300.jpg)
রেবার তটে চাঁপার তলে
সভা বসত সন্ধ্যা হলে,
ক্রীড়াশৈলে আপন-মনে
দিতাম কণ্ঠ ছাড়ি।
জীবনতরী বহে যেত
মন্দাক্রান্তা তালে,
আমি যদি জন্ম নিতাম
কালিদাসের কালে।
যাত্রা jatra [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর