স্পর্ধা spordha [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]
কবিতার শিরোনামঃ স্পর্ধা spordha
![স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
স্পর্ধা spordha [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
শ্লথপ্রাণ দুর্বলের স্পর্ধা আমি কভু সহিব না।
লোলুপ সে লালায়িত, প্রেমেরে সে করে বিড়ম্বনা
ক্লেদঘন চাটুবাক্যে, বাষ্পে বিজড়িত দৃষ্টি তার
কলুষকুণ্ঠিত অঙ্গে লিপ্ত করে গ্লানি লালসার,
![স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
আবেশে মন্থর কণ্ঠে গদ্গদ সে প্রার্থনা জানায়
আলোকবঞ্চিত তার অন্তরের কানায় কানায়
দুষ্ট ফেন উঠে বুদ্বুদিয়া– ফেটে যায়, দেয় খুলি
রুদ্ধ বিষবায়ু। গলিত মাংসের যেন ক্রিমিগুলি
কল্পনাবিকার তার শিথিল চিন্তার তলে তলে
![স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
আকুলিতে থাকে কিলিবিলি।– যেন প্রাণপণ বলে
মন তারে করে কষাঘাত! জীর্ণমজ্জা কাপুরুষে
নারী যদি গ্রাহ্য করে, লজ্জিত দেবতা তারে দুষে
অসহ্য সে অপমানে। নারী সে-যে মহেন্দ্রের দান,
এসেছে ধরিত্রীতলে পুরুষেরে সঁপিতে সম্মান।
![স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 স্পর্ধা spordha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)
আরও পড়ুনঃ
বিশ্বলক্ষ্মী bishwolakshmi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
দেখা dekha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
সুন্দর sundor [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর