স্বপ্নে দেখি নৌকো আমার-কবিতাটি [ swopne dekhi-nouka amar kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
স্বপ্নে দেখি নৌকো আমার
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ স্বপ্নে দেখি-নৌকো আমার

স্বপ্নে দেখি নৌকো আমার-কবিতা | swopne dekhi-nouka amar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপ্নে দেখি-নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা;
নদী কিম্বা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ।
এমন সময় হঠাৎ দেখি,
দিক্সীমানায় গেছে ঠেকি
একটুখানি ভেসে-ওঠা
ত্রয়োদশীর চাঁদা।
“নৌকোতে তোর পার করে দে’
এই ব’লে তার কাঁদা।

আমি বলি, “ভাবনা কী তায়,
আকাশপারে নেব মিতায়–
কিন্তু আমি ঘুমিয়ে আছি
এই যে বিষম বাধা,
দেখছ আমার চতুর্দিকটা
স্বপ্নজালে ফাঁদা।’
আরও দেখুনঃ