স্বল্পশেষ swolposhesh [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]
কবিতার শিরোনামঃ স্বল্পশেষ
![স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-30-e1649581759796-269x300.jpg)
স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
অধিক কিছু নেই গো কিছু নেই,
কিছু নেই–
যা আছে তা এই গো শুধু এই,
শুধু এই।
যা ছিল তা শেষ করেছি
একটি বসন্তেই।
আজ যা কিছু বাকি আছে
সামান্য এই দান–
তাই নিয়ে কি রচি দিব
একটি ছোটো গান?
![স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-55-e1649231492575-223x300.jpg)
একটি ছোটো মালা তোমার
হাতের হবে বালা।
একটি ছোটো ফুল তোমার
কানের হবে দুল।
একটি তরুলতায় ব’সে
একটি ছোটো খেলায়
হারিয়ে দিয়ে যাবে মোরে
একটি সন্ধেবেলায়।
অধিক কিছু নেই গো কিছু নেই,
কিছু নেই।
যা আছে তা এই গো শুধু এই,
শুধু এই।
ঘাটে আমি একলা বসে রই,
ওগো আয়!
বর্ষানদী পার হবি কি ওই–
হায় গো হায়!
অকূল-মাঝে ভাসবি কে গো
ভেলার ভরসায়।
![স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Tagore-and-Caste-From-Brahmacharyasram-to-Swadeshi-Movement-300x300.jpg)
আমার তরীখান
সইবে না তুফান;
তবু যদি লীলাভরে
চরণ কর দান,
শান্ত তীরে তীরে তোমায়
বাইব ধীরে ধীরে।
একটি কুমুদ তুলে তোমার
পরিয়ে দেব চুলে।
ভেসে ভেসে শুনবে বসে
কত কোকিল ডাকে
কূলে কূলে কুঞ্জবনে
নীপের শাখে শাখে।
![স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 স্বল্পশেষ swolposhesh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-A-beacon-for-humanity-e1649581829508-300x214.jpg)
ক্ষুদ্র আমার তরীখানি–
সত্য করি কই,
হায় গো পথিক, হায়,
তোমায় নিয়ে একলা নায়ে
পার হব না ওই
আকুল যমুনায়।
আরও পড়ুনঃ
শিবাজি-উৎসব shibaji utsob [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
পরিচয় porichoy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
পরের কর্মবিচার porer kormo bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর