হাত দিয়ে-পেতে হবে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ হাত দিয়ে-পেতে হবে
![হাত দিয়ে পেতে হবে hat diye pete hobe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 হাত দিয়ে পেতে হবে hat diye pete hobe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
Table of Contents
হাত দিয়ে পেতে হবে hat diye pete hobe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
হাত দিয়ে-পেতে হবে কী তাহে আনন্দ–
হাত পেতে পাওয়া যাবে সেটাই পছন্দ।
আপিসেতে খেটে মরা তার চেয়ে ঝুলি ধরা
ঢের ভালো– এ কথায় নাই কোনো সন্দ।
![হাত দিয়ে পেতে হবে hat diye pete hobe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তোমার কাছে এ বর মাগি tomar kachhe e bor magi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
আরও দেখুনঃ