হি-সাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ হি-সাব আমার মিলবে না তা জানি
![হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-36-300x200.jpg)
হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
হি-সাব আমার মিলবে না তা জানি,
যা আছে তাই সামনে দিলাম আনি।
![হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-37-300x246.jpg)
করজোড়ে রইনু চেয়ে মুখে
বোঝাপড়া কখন যাবে চুকে,
তোমার ইচ্ছা মাথায় লব মানি।
গর্ব আমার নাই রহিল প্রভু,
![হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 হিসাব আমার মিলবে না তা জানি hisab amar milbe ta jani [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-44-222x300.jpg)
চোখের জল তো কাড়বে না তো কভু।
নাই বসালে তোমার কোলের কাছে,
পায়ের তলে সবারি ঠাঁই আছে–
ধুলার ‘পরে পাতব আসনখানি।
সূচনা suchona কবি-তা- রবীন্দ্রনাথ ঠাকুর
১৪০০ সাল 1400 sal [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রাত্রে ও প্রভাতে ratre o probhate [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর