হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]
কবি-তার শিরোনামঃ হে পথিক, কোন্ খানে চলেছ কাহার পানে
![হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-2.jpeg)
হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
“হে পথি-ক, কোন্ খানে
চলেছ কাহার পানে।’
গিয়েছে রজনী, উঠে দিনমণি,
চলেছি সাগরস্নানে।
উষার আভাসে তুষারবাতাসে
পাখির উদার গানে
শয়ন তেয়াগি উঠিয়াছি জাগি,
চলেছি সাগরস্নানে।
![হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-3.jpeg)
“শুধাই তোমার কাছে
সে সাগর কোথা আছে।’
যেথা এই নদী বহি নিরবধি
নীল জলে মিশিয়াছে।
সেথা হতে রবি উঠে নবছবি,
লুকায় তাহারি পাছে–
তপ্ত প্রাণের তীর্থস্নানের
সাগর সেথায় আছে।
“পথিক তোমার দলে
যাত্রী ক’জন চলে।’
গণি তাহা ভাই শেষ নাহি পাই,
চলেছে জলে স্থলে।
তাহাদের বাতি জ্বলে সারারাতি
তিমির-আকাশ-তলে।
তাহাদের গান সারা দিনমান
ধ্বনিছে জলে স্থলে।
![হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11.jpg)
“সে সাগর, কহো,তবে
আর কত দূরে হবে।’
“আর কত দূরে’ “আর কত দূরে’
সেই তো শুধাই সবে।
ধ্বনি তার আসে দখিন বাতাসে
ঘনভৈরবরবে।
কভু ভাবি “কাছে’, কভু “দূরে আছে’–
আর কত দূরে হবে।
“পথিক, গগনে চাহো,
বাড়িছে দিনের দাহ।’
বাড়ে যদি দুখ হব না বিমুখ,
নিবাব না উৎসাহ।
ওরে ওরে ভীত তৃষিত তাপিত
জয়সংগীত গাহো।
মাথার উপরে খররবিকরে
বাড়ুক দিনের দাহ।
![হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 হে পথিক, কোন্খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
“কী করিবে চলে চলে
পথেই সন্ধ্যা হলে।’
প্রভাতের আশে স্নিগ্ধ বাতাসে
ঘুমাব পথের কোলে।
উদিবে অরুণ নবীন করুণ
বিহঙ্গকলরোলে।
সাগরের স্নান হবে সমাধান
নূতন প্রভাত হলে
আরও পড়ুনঃ
হে নিস্তব্ধ গিরিরাজ he nistabdha giriraaj [ কবি-তা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে he jonosomudro, ami vabitechi mone [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সেদিন কি তুমি এসেছিলে ওগো sedin ki tumi esechhile ogo [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর