হে হিমাদ্রি, দেবতা-ত্মা he himadri debotatma [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]
কবিতার শিরোনামঃ হে হি-মাদ্রি, দেবতা-ত্মা
![হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-3.jpeg)
হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
হে হি-মাদ্রি, দেবতা-ত্মা, শৈলে শৈলে আজিও তোমার
অভেদাঙ্গ হরগৌরী আপনারে যেন বারম্বার
শৃঙ্গে শৃঙ্গে বিস্তারিয়া ধরিছেন বিচিত্র মুরতি।
![হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39.jpg)
ওই হেরি ধ্যানাসনে নিত্যকাল স্তব্ধ পশুপতি,
দুর্গম দুঃসহ মৌন– জটাপুঞ্জতুষারসংঘাত
নিঃশব্দে গ্রহণ করে উদয়াস্তরবিরশ্মিপাত
পূজাস্বর্ণপদ্মদল। কঠিনপ্রস্তরকলেবর
মহান্-দরিদ্র, রিক্ত, আভরণহীন দিগম্বর,
![হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 হে হিমাদ্রি, দেবতাত্মা he himadri debotatma [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11.jpg)
হেরো তাঁরে অঙ্গে অঙ্গে এ কী লীলা করেছে বেষ্টন–
মৌনেরে ঘিরেছে গান, স্তব্ধেরে করেছে আলিঙ্গন
সফেন চঞ্চল নৃত্য, রিক্ত কঠিনেরে ওই চুমে
কোমল শ্যামলশোভা নিত্যনব পল্লবে কুসুমে
ছায়ারৌদ্রে মেঘের খেলায়। গিরিশেরে রয়েছেন ঘিরি
পার্বতী মাধুরীচ্ছবি তব শৈলগৃহে হিমগিরি।
হঠাৎ মিলন hothat milon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর