Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

অক্ষমা কবিতা । okkhoma Kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অক্ষমা কবিতাটি [ okkhoma kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরীকাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী

কবিতার নামঃ অক্ষমা

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

অক্ষমা কবিতা । okkhoma Kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যেখানে এসেছি আমি, আমি সেথাকার,

দরিদ্র সন্তান আমি দীন ধরণীর।

জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার

বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির।

অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে,

হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী।

সকলের মুখে অন্ন চাহিস জোগাতে,

পারিস নে কত বার– কই অন্ন কই’

কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

জানি মা গো, তোর হাতে অসম্পূর্ণ সুখ–

যা কিছু গড়িয়া দিস ভেঙে ভেঙে যায়,

সব-তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক,

সব আশা মিটাইতে পারিস নে হায়

তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক!

আরও পড়ুনঃ

Exit mobile version