অভিমান কবিতা । abhiman kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অভিমান কবিতাটি [ abhiman  kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ অভিমান

অভিমান কবিতা । abhiman kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

অভিমান কবিতা । abhiman kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ!

বৃথা কর আস্ফালন, বৃথা কর রোষ।

যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ,

কেহ কভু তাহাদের করে নি সম্মান।

যতই কাগজে কাঁদি, যত দিই গালি,

কালামুখে পড়ে তত কলঙ্কের কালি।

যে তোমারে অপমান করে অহর্নিশ

তারি কাছে তারি ‘পরে তোমার নালিশ!

 

অভিমান কবিতা । abhiman kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

নিজের বিচার যদি নাই নিজহাতে,

পদাঘাত খেয়ে যদি না পার ফিরাতে–

তবে ঘরে নতশিরে চুপ করে থাক্‌,

সাপ্তাহিকে দিগ্‌বিদিকে বাজাস নে ঢাক।

একদিকে অসি আর অবজ্ঞা অটল,

অন্য দিকে মসী আর শুধু অশ্রুজল।

আরও দেখুনঃ

যোগাযোগ

কৈশোরিকা কবিতা | koishorika kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ধ্যান কবিতা | dhyan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

রাত্রিরূপিণী কবিতা | ratrirupini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দুজন কবিতা | dujon kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মাটি কবিতা | Mati Kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন