আজি প্রভাতেও শ্রান্ত নয়নে [Aji Probhateo Shanto Noyone] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ (১৯৬১) কাব্যগ্রন্থের অন্তর্গত। স্মরণ গ্রন্থে কবির শেষজীবনের মানসিক অবস্থা, শারীরিক ক্লান্তি, অতীত স্মৃতি, এবং অন্তিম শান্তির প্রতি আকাঙ্ক্ষা এক মর্মস্পর্শী সুরে প্রকাশ পেয়েছে। এই কবিতায় কবি প্রভাতের আনন্দময় সজীবতার পরিবর্তে নিজেকে করুণ আঁধারের স্নেহবেষ্টনে আবদ্ধ করতে চান—যা জীবনের অন্তিম আরামের প্রতীক।
কবিতার মৌলিক তথ্য
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ: স্মরণ
কবিতার নাম: আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
প্রকাশকাল: ১৯৬১
বিষয়ভিত্তিক শ্রেণি: জীবনানুভূতি, মৃত্যুচেতনা ও আত্মসমর্পণ
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে – কবিতার পাঠ
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর।
নবফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহ-হৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো–
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো।
প্রভাত জগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি,
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক
তব স্নেহবাহুডোর।