আদর করে মেয়ের নাম কবিতা | ador kore meyer nam kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আদর করে মেয়ের নাম কবিতাটি [ ador kore meyer-nam kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

আদর ক’রে মেয়ের নাম

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ আদর ক’রে-মেয়ের নাম

 

আদর করে মেয়ের নাম কবিতা | ador kore meyer nam kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আদর করে মেয়ের নাম কবিতা | ador kore meyer-nam kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আদর ক’রে-মেয়ের নাম

     রেখেছে ক্যালিফর্নিয়া,

গরম হল বিয়ের হাট

     ঐ মেয়েরই দর নিয়া।

মহেশদাদা খুঁজিয়া গ্রামে গ্রামে

     পেয়েছে ছেলে ম্যাসাচুসেট্‌স্‌ নামে,

শাশুড়ি বুড়ি ভীষণ খুশি

     নামজাদা সে বর নিয়া–

ভাটের দল চেঁচিয়ে মরে

    নামের গুণ বর্ণিয়া।

আদর করে মেয়ের নাম কবিতা | ador kore meyer nam kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন