আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে কবিতা [গীতাঞ্জলি] রবীন্দ্রনাথ ঠাকুর

“আমার মিলন লাগি তুমি” (Amar milon lagi tumi) রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি অত্যন্ত কোমল আবেগপূর্ণ কবিতা। এই রচনায় মানুষের অন্তরের গভীর প্রেম, অপেক্ষা ও আকাঙ্ক্ষার অনুরণন মূর্ত হয়ে উঠেছে।

কবিতার মৌলিক তথ্য:

  • কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

  • কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি

  • কবিতার নাম: আমার মিলন লাগি তুমি

  • রচনা সংখ্যা (গ্রন্থের অনুক্রম): ৩৪

  • রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬

  • রচনাকাল (খ্রিস্টাব্দ): ১৯০৯

 

আমার মিলন লাগি তুমি – কবিতার পাঠ:

আমার মিলন লাগি তুমি
আসছ কবে থেকে।
তোমার চন্দ্র সূর্য তোমায়
রাখবে কোথায় ঢেকে।
কত কালের সকাল-সাঁাঝে
তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত হৃদয়-মাঝে
গেছে আমায় ডেকে।

ওগো পথিক, আজকে আমার
সকল পরাণ ব্যেপে
থেকে থেকে হরষ যেন
উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ,
ফুরালো মোর যা ছিল কাজ—
বাতাস আসে, হে মহারাজ,
তোমার গন্ধ মেখে।

মন্তব্য করুন