Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate | রবীন্দ্রনাথ ঠাকুর

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate | রবীন্দ্রনাথ ঠাকুর

“আমার রাত পোহালো শারদ প্রাতে” (রেমানে : Amar rat pohalo sharad prate) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের শরৎ ঋতুভিত্তিক একটি মনোমুগ্ধকর গান। ভৈরবী রাগ ও দাদরা তালে বাঁধা এই সৃষ্টিতে শরতের নির্মল প্রভাতের আনন্দ ও সৌন্দর্য কাব্যিক ভঙ্গিতে ফুটে উঠেছে।

 

গানের মৌলিক তথ্য:

 

আমার রাত পোহালো শারদ প্রাতে – গানের কথা:

আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহাল
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে?
আমার রাত পোহাল
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে
আমার রাত পোহাল

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে
অগোচরে
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো
হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহাল

 

 

Exit mobile version