আমি চাহিতে এসেছি , প্রেম ৫৩ | Ami chahite eshechi

আমি চাহিতে এসেছি , প্রেম ৫৩ | Ami chahite eshechi রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

আমি চাহিতে এসেছি , প্রেম ৫৩ | Ami chahite eshechi

রাগ: কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪

 

আমি চাহিতে এসেছি , প্রেম ৫৩ | Ami chahite eshechi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আমি চাহিতে এসেছি:

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা

তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ॥

হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,

ওগো, কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা ॥

ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,

ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।

তব অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া–

ওগো, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা ॥

 

আমি চাহিতে এসেছি , প্রেম ৫৩ | Ami chahite eshechi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

 

আমি চাহিতে এসেছি , প্রেম ৫৩ | Ami chahite eshechi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুন :

মন্তব্য করুন