Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ইঁটের গাদার নিচে কবিতা | iter gadar niche kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ইঁটের গাদার নিচে কবিতাটি [ iter gadar niche-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

ইঁটের-গাদার নিচে

     ফটকের ঘড়িটা।

ভাঙা দেয়ালের গায়ে

     হেলে-পড়া কড়িটা।

পাঁচিলটা নেই, আছে

     কিছু ইঁট সুরকি।

নেই দই সন্দেশ,

     আছে খই মুড়কি।

ফাটা হুঁকো আছে হাতে,

     গেছে গড়গড়িটা।

গলায় দেবার মতো

     বাকি আছে দড়িটা।

 

আমাদের গুগল নিউজ ফলো করুন
Exit mobile version