ঋতু-অবসান কবিতা | ritu obosan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ঋতু-অবসান কবিতাটি [ ritu obosan kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।

ঋতু-অবসান ritu obosan

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ঋতু-অবসান ritu obosan

ঋতু-অবসান কবিতা | ritu obosan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 একদা বসন্তে মোর বনশাখে যবে

                 মুকুলে পল্লবে

            উদ্‌বারিত আনন্দের আমন্ত্রণ

  গন্ধে বর্ণে দিল ব্যাপি ফাল্গুনের পবন গগন,

            সেদিন এসেছে যারা বীথিকায়–

                 কেহ এল কুণ্ঠিত দ্বিধায়;

  চটুল চরণ কারো তৃণে তৃণে বাঁকিয়া বাঁকিয়া

            নির্দয় দলনচিহ্ন গিয়েছে আঁকিয়া

  অসংকোচ নূপুরঝংকারে,

            কটাক্ষের খরধারে

                 উচ্চহাস্য করেছে শাণিত;

            কেহ বা করেছে ম্লান অমানিত

  অকারণ সংশয়েতে আপনারে

            অবগুণ্ঠনের অন্ধকারে;

       কেহ তারা নিয়েছিল তুলি

গোপনে ছায়ায় ফিরি তরুতলে ঝরা ফুলগুলি;

            কেহ ছিন্ন করি

                        তুলেছিল মাধবীমঞ্জরী,

                   কিছু তার পথে পথে ফেলেছে ছড়ায়ে,

                        কিছু তার বেণীতে জড়ায়ে

  অন্যমনে গেছে চলে গুন্‌গুন্‌ গানে।

 

 

  আজি এ ঋতুর অবসানে

            ছায়াঘন বীথি মোর নিস্তব্ধ নির্জন;

                     মৌমাছির মধু-আহরণ

                          হল সারা;

                     সমীরণ গন্ধহারা

            তৃণে তৃণে ফেলিছে নিশ্বাস।

  পাতার আড়াল ভরি একে একে পেতেছে প্রকাশ

            অচঞ্চল ফলগুচ্ছ যত,

                 শাখা অবনত।

                     নিয়ে সাজি

                কোথা তারা গেল আজি–

            গোধূলি ছায়াতে হল লীন

                 যারা এসেছিল একদিন

                    কলরবে কান্না ও হাসিতে

                     দিতে আর নিতে।

  আজি লয়ে মোর দানভার

       ভরিয়াছি নিভৃত অন্তর আপনার–

            অপ্রগল্‌ভ গূঢ় সার্থকতা

                 নাহি জানে কথা।

       নিশীথ যেমন স্তব্ধ নিষুপ্ত ভুবনে

                 আপনার মনে

            আপনার তারাগুলি

  কোন্‌ বিরাটের পায়ে ধরিয়াছে তুলি

       নাহি জানে আপনি সে–

  সুদূর প্রভাত-পানে চাহিয়া রয়েছে নির্নিমেষে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন