Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

একটা খোঁড়া ঘোড়ার পরে কবিতা | ekta khora ghorar pore kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

একটা খোঁড়া ঘোড়ার পরে-কবিতাটি [ ekta khora ghorar-pore kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

একটা খোঁড়া ঘোড়ার পরে

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ একটা খোঁড়া-ঘোড়ার পরে

Rabindranath Tagore

একটা খোঁড়া ঘোড়ার পরে-কবিতা | ekta khora ghorar-pore kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

একটা খোঁড়া-ঘোড়ার ‘পরে

          চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার

          হয়েছিল হাঁটুর যে!

বলে কেঁদে, “ব্রাহ্মণেরে

     বইতে ঘোড়া পারল না যে

সইত তাও, মরি আমি

     তার থেকে এই অধিক লাজে–

          লোকের মুখের ঠাট্টা যত

               বইতে হবে টাটুর যে!’

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Exit mobile version