Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

একলা বসে একে , প্রেম ২৮৪ | Ekla boshe eke

একলা বসে একে , প্রেম ২৮৪ | Ekla boshe eke  রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

একলা বসে একে, প্রেম ২৮৪ | Ekla boshe eke

রাগ: কীর্তন

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ জুলাই, ১৯২২

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

একলা বসে একে:

একলা ব’সে একে একে অন্যমনে পদ্মের দল ভাসাও জলে অকারণে।

হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে ও যে আমি এনেছিলেম আপনি তুলে,

রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে অকারণে–

কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে অন্যমনে॥

দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে

তোমার হাতে ছিঁড়ে হারিয়ে যাবে।

সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়

এমনি তোমার আলস-ভরা অবহেলায়

হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায় অকারণে–

চোখের জলের লাগবে আভাস নয়নকোণে অন্যমনে॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

Exit mobile version