এমনি করে ঘুরিব দূরে , পূজা ৩৬০ | Emni kore ghuribo dure

এমনি করে ঘুরিব দূরে , পূজা ৩৬০ | Emni kore ghuribo dure রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

এমনি করে ঘুরিব দূরে , পূজা ৩৬০ | Emni kore ghuribo dure
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

এমনি করে ঘুরিব দূরে , পূজা ৩৬০ | Emni kore ghuribo dure

রাগ: বেহাগ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩১৯

 

এমনি করে ঘুরিব দূরে , পূজা ৩৬০ | Emni kore ghuribo dure
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

এমনি করে ঘুরিব দূরে:

 

এমনি করে ঘুরিব দূরে বাহিরে,

আর তো গতি নাহি রে মোর নাহি রে ॥

যে পথে তব রথের রেখা ধরিয়া

আপনা হতে কুসুম উঠে ভরিয়া,

চন্দ্র ছুটে, সূর্য ছুটে, সে পথতলে পড়িব লুটে–

সবার পানে রহিব শুধু চাহি রে ॥

তোমার ছায়া পড়ে যে সরোবরে গো

কমল সেথা ধরে না, নাহি ধরে গো।

জলের ঢেউ তরল তানেসে ছায়া লয়ে মাতিল গানে,

ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে।

যে বাঁশিখানি বাজিছে তব ভবনে

সহসা তাহা শুনিব মধু পবনে।

তাকায়ে রব দ্বারের পানে, সে তানখানি লইয়া কানে

বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে ॥

 

 

এমনি করে ঘুরিব দূরে , পূজা ৩৬০ | Emni kore ghuribo dure
রবীন্দ্রনাথ ঠাকুর-[ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

আরও দেখুন :

মন্তব্য করুন