এ পারে মুখর , প্রেম ২৫০ | A pare mukhor

এ পারে মুখর , প্রেম ২৫০ | A pare mukhor  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

 

এ পারে মুখর , প্রেম ২৫০ | A pare mukhor

রাগ: কাফি

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ এপ্রিল, ১৯২৬

 

এ পারে মুখর , প্রেম ২৫০ | A pare mukhor
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

এ পারে মুখর:

এ পারে মুখর হল কেকা ওই, ও পারে নীরব কেন কুহু হায়।

এক কহে, ‘আর-একটি একা কই, শুভযোগে কবে হব দুঁহু হায়।’

অধীর সমীর পুরবৈয়াঁ নিবিড় বিরহব্যথা বইয়া

নিশ্বাস ফেলে মুহু মুহু হায়॥

আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে–

‘আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে

ঋতুর দু ধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কূজনে,

আকাশের প্রাণ করে হূহু হায়॥

এ পারে মুখর , প্রেম ২৫০ | A pare mukhor
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

এ পারে মুখর , প্রেম ২৫০ | A pare mukhor
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুন :

মন্তব্য করুন