ওগো কিশোর আজি , প্রেম ২২০ | Ogo kishor aji

ওগো কিশোর আজি , প্রেম ২২০ | Ogo kishor aji  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 

ওগো কিশোর আজি , প্রেম ২২০ | Ogo kishor aji

রাগ: খাম্বাজ-পিলু-বাহার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯২৭

 

ওগো কিশোর আজি , প্রেম ২২০ | Ogo kishor aji
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ওগো কিশোর আজি:

 

ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে।

নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে॥

ভাবনাগুলি বাঁধনখোলা রচিয়া দিবে তোমার দোলা,

দাঁড়িয়ো আসি হে ভাবে-ভোলা, আমার আঁখি-আগে॥

দোলের নাচে বুঝি গো আছ অমরাবতীপুরে–

বাজাও বেণু বুকের কাছে, বাজাও বেণু দূরে।

শরম ভয় সকলি ত্যেজে মাধবী তাই আসিল সেজে–

শুধায় শুধু, “বাজায় কে যে মধুর মধুসুরে!’

গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি।

একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি।

আঁচল কাঁপে ধরার বুকে, কী জানি তাহা সুখে না দুখে–

ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখিছে কি।

লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে–

সোহাগিনির হৃদয়তলে বিরহিণীর মনে মনে।

মধুর মোরে বিধুর করে সুদূর কার বেণুর স্বরে,

নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে।

আনো গো আনো ভরিয়া ডালি করবীমালা লয়ে,

আনো গো আনো সাজায়ে থালি কোমল কিশলয়ে।

এসো গো পীত বসনে সাজি, কোলেতে বীণা উঠুক বাজি,

ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক বয়ে।

এসো গো এসো দোলবিলাসী বাণীতে মোর দোলো,

ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো।

অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে,

নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল॥

 

ওগো কিশোর আজি , প্রেম ২২০ | Ogo kishor aji
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

ওগো কিশোর আজি , প্রেম ২২০ | Ogo kishor aji
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন