ওহে সুন্দর মম , প্রেম ১৮৭ | Ohe shundor momo

ওহে সুন্দর মম , প্রেম ১৮৭ | Ohe shundor momo  রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

 

ওহে সুন্দর মম , প্রেম ১৮৭ | Ohe shundor momo

রাগ: মিশ্র খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ কার্তিক, ১৩০২

 

ওহে সুন্দর মম , প্রেম ১৮৭ | Ohe shundor momo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ওহে সুন্দর মম:

 

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি

রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি॥

তুমি এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,

মম অশ্রুনেত্রে কর’ বরিষন করুণ-হাস্যভাতি॥

তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা–

আমি সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথী জাতি।

তব পদতললীনা আমি বাজাব স্বর্ণবীণা–

বরণ করিয়া লব তোমারে মম মানসসাথি॥

 

 

ওহে সুন্দর মম , প্রেম ১৮৭ | Ohe shundor momo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

 

ওহে সুন্দর মম , প্রেম ১৮৭ | Ohe shundor momo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন