ও আমার দেশের মাটি | O amar desher mati একটি রবীন্দ্রসঙ্গীত। এটি একটি দেশাত্মবোধক গান। এটির রচনাকাল ১৯০৫ থ্রিস্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ)।
ও আমার দেশের মাটি | O amar desher mati lyrics
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১২ | রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯০৫
স্বরলিপিকার: ইন্দিরা দেবী চৌধুরাণী
ও আমার দেশের মাটি
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
রবীন্দ্র’সঙ্গীত:
রবীন্দ্রনাথ’ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২। তার গানের কথায় উপনিষদ্, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।
আরও দেখুন:
- আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী, প্রেম ২৩৫ | Ami tomar preme hobo sobar
- আজি তোমায় আবার চাই শুনাবারে | Aji tomay abar chai sunabare | রবীন্দ্রনাথ ঠাকুর
- তুমি ডাক দিয়েছ কোন সকালে | Tumi dak diyecho kon sokale | রবীন্দ্রনাথ ঠাকুর
- আজি বিজন ঘরে নিশীথ রাতে | Aji Bijon Ghore Nishit Rate | রবীন্দ্রসঙ্গীত
- দাঁড়িয়ে আছ তুমি আমার – পূজা পর্যায়ের গান, ১৯ [ Dariye Acho Tumi ]