কনের পণের আশে কবিতা | koner poner ashe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কনের পণের আশে কবিতাটি [ koner poner-ashe kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

কনের পণের আশে

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ কনের-পণের আশে

 

কনের পণের আশে কবিতা | koner poner ashe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কনের পণের আশে কবিতা | koner poner-ashe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কনের-পণের আশে

   চাকরি সে ত্যেজেছে।

বারবার আয়নাতে

   মুখখানি মেজেছে।

হেনকালে বিনা কোনো কসুরে

যম এসে ঘা দিয়েছে শ্বশুরে,

     কনেও বাঁকালো মুখ–

       বুকে তাই বেজেছে।

          বরবেশ ছেড়ে হীরু

            দরবেশ সেজেছে।

কনের পণের আশে কবিতা | koner poner ashe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন