কী হল আমার , প্রেম ৩৪৯ | Ki holo amar

কী হল আমার , প্রেম ৩৪৯ | Ki holo amar  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

 

কী হল আমার , প্রেম ৩৪৯ | Ki holo amar

রাগ: বিলাতি ভাঙা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৮৮

 

কী হল আমার , প্রেম ৩৪৯ | Ki holo amar
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কী হল আমার:

 

কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি।

পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি॥

প্রভাতকিরণে সকালবেলাতে

মন লয়ে, সখী, গেছিনু খেলাতে–

মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে,

মনোফুল দলি চলি বেড়াইতে–

সহসা, সজনী, চেতনা পেয়ে

সহসা, সজনী, দেখিনু চেয়ে

রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি॥

যদি কেহ, সখী, দলিয়া যায়,

তার ‘পর দিয়া চলিয়া যায়–

শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে–

যদি কেহ, সখী, দলিয়া যায়।

আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর,

আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর।

চিরদিন, সখী, হাসিত খেলিত,

জোছনা-আলোকে নয়ন মেলিত–

সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি॥

 

 

কী হল আমার , প্রেম ৩৪৯ | Ki holo amar
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।

 

কী হল আমার , প্রেম ৩৪৯ | Ki holo amar
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন