Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ক্ষণিক কবিতা | khonik kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষণিক কবিতাটি [ khonik-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

ক্ষণিক khonik

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ক্ষণিক khonik

 

Rabindranath Tagore

 

ক্ষণিক কবিতা | khonik kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

চৈত্রের রাতে যে মাধবীমঞ্জরী

ঝরে গেল, তারে কেন লও সাজি ভরি।

সে শুধিছে তার ধুলায় চরম দেনা,

আজ বাদে কাল যাবে না তো তারে চেনা।

মরুপথে যেতে পিপাসার সম্বল

গাগরি হইতে চলকিয়া পড়ে জল,

সে জলে বালুতে ফল কি ফলাতে পারো?

সে জলে কি তাপ মিটিবে কখনো কারো?

যাহা দেওয়া নহে, যাহা শুধু অপচয়,

তারে নিতে গেলে নেওয়া অনর্থ হয়।

ক্ষতির ধনেরে ক্ষয় হতে দেওয়া ভালো,

কুড়াতে কুড়াতে শুকায়ে সে হয় কালো।

হায় গো ভাগ্য, ক্ষণিক করুণাভরে

যে হাসি যে ভাষা ছড়ায়েছ অনাদরে,

বক্ষে তাহারে সঞ্চয় করে রাখি–

ধুলা ছাড়া তার কিছুই রয় না বাকি।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

নিমেষে নিমেষে ফুরায় যাহার দিন

চিরকাল কেন বহিব তাহার ঋণ?

যাহা ভুলিবার তাহা নহে তুলিবার,

স্বপ্নের ফুলে কে গাঁথে গলার হার!

প্রতি পলকের নানা দেনাপাওনায়

চলতি মেঘের রঙ বুলাইয়া যায়

জীবনের স্রোতে; চলতরঙ্গতলে

ছায়ার লেখন আঁকিয়া মুছিয়া চলে

শিল্পের মায়া–নির্মম তার তুলি

আপনার ধন আপনি সে যায় ভুলি।

বিস্মৃতিপটে চিরবিচিত্র ছবি

লিখিয়া চলেছে ছায়া-আলোকের কবি।

                   হাসিকান্নার নিত্য-ভাসান খেলা

বহিয়া চলেছে বিধাতার অবহেলা।

নহে সে কৃপণ, রাখিতে যতন নাই,

খেলাপথে তার বিঘ্ন জমে না তাই।

মানো সেই লীলা, যাহা যায় যাহা আসে

পথ ছাড়ো তারে অকাতরে অনায়াসে।

আছে তবু নাই, তাই নাই তার ভার;

ছেড়ে যেতে হবে, তাই তো মূল্য তার।

স্বর্গ হইতে যে সুধা নিত্য ঝরে

সে শুধু পথের, নহে সে ঘরের তরে।

তুমি ভরি লবে ক্ষণিকের অঞ্জলি,

স্রোতের প্রবাহ চিরদিন যাবে চলি।

আরও দেখুনঃ 

Exit mobile version