গানের ভেতর দিয়ে যখন দেখি | Gaaner vetor diye jokhon dekhi গানটি পূজা পর্বের একটি গান | রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
গানের ভেতর দিয়ে যখন দেখি , পূজা ২৬ | Gaaner vetor diye jokhon dekhi
রাগ: খাম্বাজ | তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

গানের ভেতর দিয়ে যখন দেখি :
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
তখন তারে চিনি আমি, তখন তারে জানি।
তখন তারি আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়,
তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী ॥
তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়,
তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥
![গানের ভেতর দিয়ে যখন দেখি , পূজা ২৬ | Gaaner vetor diye jokhon dekhi 3 আমার বোঝা এতই করি ভারী amar bojha etoi kori bhari [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-13.jpeg)
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,৩৮টি নাটক,১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়।
![গানের ভেতর দিয়ে যখন দেখি , পূজা ২৬ | Gaaner vetor diye jokhon dekhi 4 কেমন করে তড়িৎ-আলোয় kemon kore torit aloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-11.jpeg)
আরও দেখুন :
- অলি বার বার ফিরে যায় , প্রেম ৩১৭ | Oli barbar fire jay
- যদি তারে নাই চিনি গো সে কি , প্রকৃতি ২১৬ | Jodi tare nai chini go shey ki
- তোমায় গান শুনাবো তাইতো আমায় জাগিয়ে রাখো ,প্রেম | Tomay gaan shonabo taito amay jagiye rakho
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল , প্রেম ৩৭৯ | Ami hridoyer kotha bolite bekul
- পুরানো সেই দিনের কথা , প্রেম ও প্রকৃতি ৩৪ | Purono sei diner kotha
