গান দিয়ে যে তোমায় খুঁজি [Gan Diye Je Tomay Khuji] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি (১৯১০) কাব্যগ্রন্থের অন্তর্গত। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের আধ্যাত্মিক কাব্যধারার এক অনন্য নিদর্শন, যেখানে কবি ঈশ্বর, জীবন ও সৃষ্টির প্রতি নিবেদিত প্রেমকে সঙ্গীত ও কবিতার ভাষায় প্রকাশ করেছেন। এই কবিতায় কবি গানের মাধ্যমে ঈশ্বরকে খোঁজার, জীবনের নানা অভিজ্ঞতার পথে তাঁর সন্ধান পাওয়ার এবং অবশেষে এক অন্তর্লীন শান্তির অনুভূতিতে পৌঁছানোর কথা বলেছেন।
কবিতার মৌলিক তথ্য
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি
কবিতার নাম: গান দিয়ে যে তোমায় খুঁজি
প্রকাশকাল: ১৯১০
বিষয়ভিত্তিক শ্রেণি: আধ্যাত্মিকতা, সঙ্গীত, ঈশ্বরপ্রেম, জীবনদর্শন
গান দিয়ে যে তোমায় খুঁজি – কবিতার পাঠ
গান দিয়ে যে-তোমায় খুঁজি
বাহির মনে
চিরদিবস মোর জীবনে।
নিয়ে গেছে গান আমারে
ঘরে ঘরে দ্বারে দ্বারে,
গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই
এই ভুবনে।
কত শেখা সেই শেখালো,
কত গোপন পথ দেখালো,
চিনিয়ে দিল কত তারা
হৃদ্গগনে।
বিচিত্র সুখদুখের দেশে
রহস্যলোক ঘুরিয়ে শেষে
সন্ধ্যাবেলায় নিয়ে এল
কোন্ ভবনে।