Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

গান দিয়ে যে তোমায় খুঁজি । গীতাঞ্জলি । রবীন্দ্রনাথ ঠাকুর । Gan Diye Je Tomay Khuji

গান দিয়ে যে তোমায় খুঁজি [Gan Diye Je Tomay Khuji] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি (১৯১০) কাব্যগ্রন্থের অন্তর্গত। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের আধ্যাত্মিক কাব্যধারার এক অনন্য নিদর্শন, যেখানে কবি ঈশ্বর, জীবন ও সৃষ্টির প্রতি নিবেদিত প্রেমকে সঙ্গীত ও কবিতার ভাষায় প্রকাশ করেছেন। এই কবিতায় কবি গানের মাধ্যমে ঈশ্বরকে খোঁজার, জীবনের নানা অভিজ্ঞতার পথে তাঁর সন্ধান পাওয়ার এবং অবশেষে এক অন্তর্লীন শান্তির অনুভূতিতে পৌঁছানোর কথা বলেছেন।

কবিতার মৌলিক তথ্য

 

গান দিয়ে যে তোমায় খুঁজি – কবিতার পাঠ

গান দিয়ে যে-তোমায় খুঁজি

             বাহির মনে

চিরদিবস মোর জীবনে।

             নিয়ে গেছে গান আমারে

             ঘরে ঘরে দ্বারে দ্বারে,

                   গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই

                         এই ভুবনে।

কত শেখা সেই শেখালো,

কত গোপন পথ দেখালো,

      চিনিয়ে দিল কত তারা

           হৃদ্‌গগনে।

               বিচিত্র সুখদুখের দেশে

               রহস্যলোক ঘুরিয়ে শেষে

                     সন্ধ্যাবেলায় নিয়ে এল

                           কোন্‌ ভবনে।

Exit mobile version