Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

গিন্নির কানে শোনা ঘটে কবিতা | ginnir kane shona ghote kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

গিন্নির কানে শোনা ঘটে কবিতাটি [ ginnir kane-shona ghote kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

গিন্নির-কানে শোনা ঘটে

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ গিন্নির-কানে শোনা ঘটে

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

গিন্নির কানে শোনা ঘটে কবিতা | ginnir kane shona ghote kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

গিন্নির কানে-শোনা ঘটে অতি সহজেই

  “গিনি সোনা এনে দেব’ কানে কানে কহ যেই।

না হলে তোমারি কানে  দুর্গ্রহ টেনে আনে,

  অনেক কঠিন শোনা– চুপ করে রহ যেই।’

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Exit mobile version