Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ছবি কবিতা | chhobi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ছবি কবিতাটি [ chhobi-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

ছবি chhobi

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ছবি chhobi

Rabindranath Tagore

 

ছবি কবিতা | chhobi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

একলা বসে, হেরো, তোমার ছবি

                   এঁকেছি আজ বসন্তী রঙ দিয়া–

খোঁপার ফুলে একটি মধুলোভী

          মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া।

                   সমুখ-পানে বালুতটের তলে

                   শীর্ণ নদী শান্ত ধারায় চলে,

                   বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে

                             উঠিছে স্পন্দিয়া।

মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি

          ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে

          প্রজাপতির দল যেখানে জুটি

                   রঙ ছড়ালো প্রফুল্ল রঙ্গনে।

 

Rabindranath Tagore

                             তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরি

                             গোলকচাঁপা একটি দুটি করি

                             পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি

                                      তোমারে নন্দিয়া।

          ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে

                   দোয়েল দোলে সংগীতে চঞ্চলি–

আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে

          তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।

                   বনের পথে কে যায় চলি দূরে,

                   বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে

                   তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে

                             ফিরিছে ক্রন্দিয়া।

আরও দেখুনঃ 

Exit mobile version