ছিন্ন পাতার সাজাই , পূজা ৫৮০ | Chinno patar shajai

ছিন্ন পাতার সাজাই , পূজা ৫৮০ | Chinno patar shajai  রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

ছিন্ন পাতার সাজাই , পূজা ৫৮০ | Chinno patar shajai

রাগ: ঝিঁঝিট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯২৭

 

ছিন্ন পাতার সাজাই , পূজা ৫৮০ | Chinno patar shajai
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ছিন্ন পাতার সাজাই:

 

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা–

আন্‌মনা যেন দিক্‌বালিকার ভাসানো মেঘের ভেলা ॥

যেমন হেলায় অলস ছন্দে কোন্‌ খেয়ালির কোন্‌ আনন্দে

সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥

যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,

তার হাতে দিই আমার ছন্দ– কোথা যায় কে জানে সে।

লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়,

চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥

 

ছিন্ন পাতার সাজাই , পূজা ৫৮০ | Chinno patar shajai
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

 

রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

 

ছিন্ন পাতার সাজাই , পূজা ৫৮০ | Chinno patar shajai
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন