Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সূচি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সূচি : ছোটগল্প (বিকল্প বানান: ছোট গল্প) কথাসাহিত্যের একটি বিশেষ রূপবন্ধ যা দৈর্ঘ্যে হ্রস্ব, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। ছোটগল্পের আকার কী হবে সে সম্পর্কে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেই। সব ছোটগল্পই গল্প বটে কিন্তু সব গল্পই ছোটগল্প নয়। একটি কাহিনী বা গল্পকে ছোটগল্পে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু নান্দনিক ও শিল্পশর্ত পূরণ করতে হয়। ছোটগল্পের সংজ্ঞার্থ কী সে নিয়ে সাহিত্যিক বিতর্ক ব্যাপক।

রবীন্দ্রনাথ ঠাকুর

এককথায় বলা যায়- যা আকারে ছোট, প্রকারে গল্প তাকে ছোটগল্প বলে। বাংলা ছোটগল্প ব্যাখ্যা করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনারতরী’ কাব্যের যে ‘বর্ষাযাপন’ কবিতাটি প্রায়শই উদ্ধৃত হয়ে থাকে তা নিম্নরূপ:

ছোটো প্রাণ, ছোটো ব্যথা, ছোটো ছোটো দুঃখকথা
নিতান্ত সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারটি অশ্রু জল।
নাহি বর্ণনার ছটা,ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ।
জগতের শত শত অসমাপ্ত কথা যত,
অকালের বিচ্ছিন্ন মুকুল,
অকালের জীবনগুলো, অখ্যাত কীর্তির ধুলা,
কত ভাব, কত ভয় ভুল-

এই পদ্যখণ্ডে ছোটগল্পের যে সকল গুণাগুণ বর্ণনা করা হয়েছে তা বহু ছোটগল্পের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। কিন্তু এটিই এর সার্বিক গুণবিচারের মাপকাঠি নয়। এ সকল গুণাগুণের অতিরিক্ত বৈশিষ্ট্য সমন্বিত ছোটগল্প প্রায়শই লিখিত হয়ে থাকে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ছোটগল্প এমন হতে হবে যে ” শেষ হইয়াও হইল না শেষ ” অর্থাৎ গল্প শেষ হয়ে গেলেও যাতে রেশ থেকে যায় ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সূচি

গল্পের নাম – সাময়িক পত্র – প্রকাশকাল –

১) ভিখারিণী – ভারতী – শ্রাবণ/ভাদ্র ১২৮৪

২) ঘাটের কথা – ভারতী – কার্তিক ১২৯১

৩) রাজপথের কথা – নবজীবন – অগ্রহায়ন – ১২৯১

৪) মুকুট – বালক – বৈশাখ জ্যৈষ্ঠ ১২৯২

৫) দেনাপাওনা – হিতবাদী – ১২৯৮

৬) পোস্টমাস্টার – হিতবাদী – ১২৯৮

৭) গিন্নি – হিতবাদী – ১২৯৮

৮) রাম কানাইয়ের নির্বুদ্ধিতা – হিতবাদী – ১২৯৮

৯) ব্যবধান – হিতবাদী – ১২৯৮

১০) তারা প্রসন্নের কীর্তি – হিতবাদী – ১২৯৮

১১) খোকাবাবুর প্রত্যাবর্তন – সাধনা – অগ্রহায়ন – ১২৯৮

১২) সম্পত্তি সমর্পণ – সাধনা – অগ্রহায়ন – ১২৯৮

১৩) দালিয়া – সাধনা – মাঘ ১২৯৮

১৪) কঙ্কাল – সাধনা – ফাল্গুন ১২৯৮

১৫) মুক্তির উপায় – সাধনা – চৈত্র ১২৯৮

১৬) ত্যাগ – সাধনা – বৈশাখ ১২৯৯ (১৭) একরাত্রি – সাধনা – জ্যৈষ্ঠ ১২৯৯

১৮) একটা আষাঢ়ে গল্প – সাধনা আষাঢ় ১২৯৯

১৯) জীবিত ও মৃত – সাধনা শ্রাবণ ১২৯৯

২০) স্বর্ণ মৃগ – সাধনা ভাদ্র/আশ্বিন ১২৯৯

২১) রীতিমত নভেল – সাধনা ভাদ্র/ আশ্বিন ১২৯৯

২২) জয় পরাজয় – সাধনা – কার্তিক ১২৯৯

২৩) কাবুলিওয়ালা – সাধনা অগ্রহায়ণ ১২৯৯

২৪) ছুটি – সাধনা – পৌষ ১২৯৯

২৫) সুভা – সাধনা – মাঘ ১২৯৯

২৬) মহামায়া সাধনা – ফাল্গুন ১২৯৯

২৭) দান প্রতিদান – সাধনা – চৈত্র ১২৯৯

২৮) সম্পাদক – সাধনা – বৈশাখ ১৩০০

২৯) মধ্যবর্তিনী – সাধনা – জ্যৈষ্ঠ ১৩০০

৩০) অসম্ভব কথা – সাধনা – আষাঢ় ১৩০০

৩১) শাস্তি – সাধনা – শ্রাবণ ১৩০০

৩২) একট ক্ষুদ্র পুরাতন গল্প – সাধনা – ভাদ্র ১৩০০

৩৩) সমাপ্তি – সাধনা – আশ্বিন, কার্তিক ১৩০০

৩৪) সমস্যা পূরণ – সাধনা – অগ্রহায়ণ ১৩০০

৩৫) অনধিকার প্রবেশ – সাধনা – শ্রাবণ ১৩০১

৩৬) মেঘ ও রৌদ্র – সাধনা – আশ্বিন, কার্তিক ১৩০১

৩৭) প্রায়শ্চিত্ত – সাধনা – অগ্রহায়ণ ১৩০১

৩৮) বিচারক – সাধনা – পৌষ ১৩০১

৩৯) নিশীথে – সাধনা – মাঘ ১৩০১

৪০) আপদ – সাধনা – ফাল্গুন ১৩০১

৪১) দিদি – সাধনা – চৈত্র ১৩০১

৪২) মানভঞ্জন – সাধনা – বৈশাখ ১৩০২

৪৩) ঠাকুরদা – সাধনা – জ্যৈষ্ঠ ১৩০২

৪৪) প্রতিহিংসা – সাধনা – আষাঢ় ১৩০২

৪৫) ক্ষুদিত পাষাণ – সাধনা – শ্রাবণ ১৩০২

৪৬) অতিথি – সাধনা – ভাদ্র, কার্তিক ১৩০২

৪৭) ইচ্ছাপূরণ – সখা ও সাথী – আশ্বিন ১৩০২

৪৮) দুরাশা – ভারতী – বৈশাখ ১৩০৫

৪৯) পুত্রযজ্ঞ – ভারতী – জ্যৈষ্ঠ ১৩০৫

৫০) ডিটেকটিভ – ভারতী – আষাঢ় ১৩০৫

আরও পড়ুন:

Exit mobile version