জর্মন প্রোফেসার কবিতা | german professor kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জর্মন প্রোফেসার কবিতাটি [ german-professor kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

জর্মন প্রোফেসার

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ জর্মন-প্রোফেসার

 

জর্মন প্রোফেসার কবিতা | german professor kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

জর্মন প্রোফেসার কবিতা | german professor kobita | খাপছাড়া-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জর্মন-প্রোফেসার    দিয়েছেন গোঁফে সার   কত যে!

     উঠেছে ঝাঁকড়া হয়ে খোঁচা-খোঁচা ছাঁটা ছাঁটা–

     দেখে তাঁর ছাত্রের ভয়ে গায়ে দেয় কাঁটা,

          মাটির পানেতে চোখ      নত যে।

     বৈদিক ব্যাখ্যায় বাণী তাঁর মুখে এসে

     যে নিমেষে পা বাড়ান ওষ্ঠের দ্বারদেশে

          চরণকমল হয়    ক্ষত যে।

জর্মন প্রোফেসার কবিতা | german professor kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন