জাগিবার চেষ্টা jagibar cheshta [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

জাগিবার চেষ্টা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ জাগিবার-চেষ্টা

জাগিবার চেষ্টা jagibar cheshta [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

জাগিবার চেষ্টা jagibar cheshta [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মা কেহ কি আছ মোর, কাছে এসো তবে,

পাশে বসে স্নেহ ক’রে জাগাও আমায়।

স্বপ্নের সমাধিমাঝে বাঁচিয়া কী হবে,

যুঝিতেছি জাগিবারে–আঁখি রুদ্ধ হায়।

ডেকো না ডেকো না মোরে ক্ষুদ্রতার মাঝে,

স্নেহময় আলস্যেতে রেখো না বাঁধিয়া,

আশীর্বাদ করে মোরে পাঠাও গো কাজে–

পিছনে ডেকো না আর কাতরে কাঁদিয়া।

মোর বলে কাহারেও দেব না কি বল,

মোর প্রাণে পাবে না কি কেহ নব প্রাণ।

করুণা কি শুধু ফেলে নয়নের জল,

প্রেম কি ঘরের কোণে গাহে শুধু গান?

তবেই ঘুচিবে মোর জীবনের লাজ

যদি মা করিতে পারি কারো কোনো কাজ॥

বনফুল banaphul : অষ্টম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন