Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

নিজের হাতে উপার্জনে কবিতা | nijer hate uparjone kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নিজের হাতে উপার্জনে-কবিতাটি [ nijer hate-uparjone kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

নিজের-হাতে উপার্জনে

  সাধনা নেই সহিষ্ণুতার।

পরের কাছে হাত পেতে খাই,

  বাহাদুরি তারি গুঁতার।

কৃপণ দাতার অন্নপাকে

ডাল যদি বা কমতি থাকে

গাল-মিশানো গিলি তো ভাত–

  নাহয় তাতে নেইকো সুতার।

নিজের জুতার পাত্তা না পাই,

  স্বাদ পাওয়া যায় পরের জুতার।

 

আমাদের গুগল নিউজ ফলো করুন

Exit mobile version