Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

পথিক কবিতা | pothik kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পথিক কবিতাটি [ pothik kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।

পথিক pothik

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ পথিক pothik

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

পথিক কবিতা | pothik kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি আছ বসি তোমার ঘরের দ্বারে

               ছোটো তব সংসারে।

        মনখানি যবে ধায় বাহিরের পানে

               ভিতরে আবার টানে।

                  বাঁধনবিহীন দূর

                  বাজাইয়া যায় সুর,

        বেদনার ছায়া পড়ে তব আঁখি-‘পরে–

     নিশ্বাস ফেলি মন্দগমন ফিরে চলে যাও ঘরে।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

        আমি-যে পথিক চলিয়াছি পথ বেয়ে

               দূরের আকাশে চেয়ে;

        তোমার ঘরের ছায়া পড়ে পথপাশে,

               সে ছায়া হৃদয়ে আসে।

                  যত দূরে পথ যাক

                  শুনি বাঁধনের ডাক,

        ক্ষণেকের তরে পিছনে আমায় টানে–

     নিশ্বাস ফেলি ত্বরিতগমন চলি সম্মুখপানে।

        উদার আকাশে আমার মুক্তি দেখি

                মন তব কাঁদিছে কি?

        এ মুক্তিপথে তুমি পেতে চাও ছাড়া,

               দুয়ারে লেগেছে নাড়া।

                  বাঁধনে বাঁধনে টানি

                  রচিলে আসনখানি,

        দেখিনু তোমার আপন সৃষ্টি তাই–

     শূন্যতা ছাড়ি সুন্দরে তব আমার মুক্তি চাই।

আরও দেখুনঃ 

Exit mobile version