পারবি না কি , পূজা ৩১৫ | Parbi na ki

পারবি না কি , পূজা ৩১৫ | Parbi na ki  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

 

পারবি না কি , পূজা ৩১৫ | Parbi na ki

রাগ: বাহার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩১৬

 

পারবি না কি , পূজা ৩১৫ | Parbi na ki
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

পারবি না কি:

 

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে,

খসে যাবার ভেসে যাবার

ভাঙবারই আনন্দে রে।

পাতিয়া কান শুনিস না যে

দিকে দিকে গগনমাঝে

মরণবীণায় কী সুর বাজে

তপন-তারা-চন্দ্রে রে

জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে

জ্বলবারই আনন্দে রে।

পাগল-করা গানের তানে

ধায় যে কোথা কেই-বা জানে,

চায় না ফিরে পিছন-পানে

রয় না বাঁধা বন্ধে রে

লুটে যাবার ছুটে যাবার

চলবারই আনন্দে রে।

সেই আনন্দ-চরণপাতে

ছয় ঋতু যে নৃত্যে মাতে,

প্লাবন বহে যায় ধরাতে

বরন গীতে গন্ধে রে

ফেলে দেবার ছেড়ে দেবার

মরবারই আনন্দে রে।

 

পারবি না কি , পূজা ৩১৫ | Parbi na ki
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়।

 

পারবি না কি , পূজা ৩১৫ | Parbi na ki
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন