পুত্রপুট কাব্যগ্রন্থ (১৯৩৮) রবীন্দ্রনাথ ঠাকুর

পুত্রপুট কাব্যগ্রন্থ (১৯৩৮) রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি বাংলা ২৫ বৈশাখ, ১৩৪৩ (১৯৩৬ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়। এতে সর্বমোট আঠারোটি কবিতা রয়েছে। পত্রপুট রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

পুত্রপুট কাব্যগ্রন্থ (১৯৩৮) রবীন্দ্রনাথ ঠাকুর This is my prayer to thee, my lord | Song Offerings, Gitanjali by Rabindranath Tagore

বিশ্বভারতী গ্রন্থালয়

২১০, কর্নওআলিস ষ্ট্রীট, কলিকাতা
—————————————

বিশ্বভারতী গ্রন্থন-বিভাগ

২১০ নং কর্নওআলিস্ স্টীট্‌, কলিকাতা

প্রকাশক—শ্রীকিশোরীমোহন সাঁতরা
—————————————

প্রথম সংস্করণ … ২৫শে বৈশাখ, ১৩৪৩

দ্বিতীয় সংস্করণ … ২৫শে কার্তিক,১৩৪৫
—————————————

মূল্য—এক টাকা মাত্র
—————————————

শান্তিনিকেতন প্রেস হইতে

প্রভাতকুমার মুখোপাধ্যায় কর্তৃক মুদ্রিত।
—————————————

Where the mind is without fear | Song Offerings, Gitanjali by Rabindranath Tagore

পুত্রপুট কাব্যগ্রন্থ উৎসর্গ

রবীন্দ্রনাথ গ্রন্থটি শ্রীমান কৃৃৃষ্ণ কৃৃপালানি ও শ্রীমতী নন্দিতাকে তাঁদের শুভ পরিণয় উপলক্ষ্যে উৎসর্গ করেন।:

কল্যাণীয় শ্রীমান কৃষ্ণ কৃপালানি ও

কল্যাণীয়া শ্রীমতী নন্দিতার

শুভ পরিণয় উপলক্ষ্যে

আশীর্বাদ—

নব জীবনের ক্ষেত্রে দুজনে মিলিয়া একমনা
যে নব সংসার তব প্রেমমন্ত্রে করিছ রচনা
দুঃখ সেথা দিক্ বীর্য, সুখ দিক্ সৌন্দর্যের সুধা,
মৈত্রীর আসনে সেথা নিক্ স্থান প্রসন্ন বসুধা,
হৃদয়ের তারে তারে অসংশয় বিশ্বাসের বীণা
নিয়ত সত্যের সুরে মধুময় করুক আঙিনা।
সমুদার আমন্ত্রণে মুক্তদ্বার গৃহের ভিতরে
চিত্ত তব নিখিলের নিত্য যেন আতিথ্য বিতরে।
প্রত্যহের আলিম্পনে দ্বারপথে থাকে যেন লেখা
সুকল্যাণী দেবতার অদৃশ্য চরণচিহ্নরেখা।
শুচি যাহা, পুণ্য যাহা, সুন্দর যা, যাহা কিছু শ্রেয়,
নিরলস সমাদরে পায় যেন তাহাদের দেয়।
তােমার সংসার ঘেরি’, নন্দিতা, নন্দিত তব মন
সরল মাধুর্যরসে নিজেরে করুক সমর্পণ।
তােমাদের আকাশেতে নির্মল আলাের শঙ্খনাদ
তার সাথে মিলে থাক্ দাদামশায়ের আশীর্বাদ॥

শান্তিনিকেতন ১২ বৈশাখ, ১৩৪৩
রবীন্দ্রনাথ ঠাকুর

Where the mind is without fear | Song Offerings, Gitanjali by Rabindranath Tagore

ভূমিকা

“পত্রপুটে”-র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। ইহাতে, যোলো এবং সতেরো সংখ্যক কবিতা দুইটি এবারে নূতন যোগ করা হইয়াছে।

২৫শে কার্তিক, ১৩৪৫
প্রকাশক

সূচী

“পুত্রপুট” কাব্যের অন্তর্গত কবিতাগুলো হল –

১. জীবনে নানা সুখদুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে
২. আমার ছুটি চার দিকে ধু ধু করছে
৩. আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী
৪. একদিন আষাঢ়ে নামল
৫. সন্ধ্যা এল চুল এলিয়ে
৬. অতিথিবৎসল, ডেকে নাও পথের পথিককে
৭. চোখ ঘুমে ভোরে আসে
৮. আমাকে এনে দিল এই বুনো চারাগাছটি
৯. হেঁকে উঠল ঝড়
১০. এই দেহখানা বহন করে আসছে দীর্ঘকাল
১১. ফাল্গুনের বঙিন আবেশ
১২. বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে
১৩. হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট
১৪. গো তরুণী
১৫. ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত
১৬. উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
১৭. যুদ্ধের দামামা উঠল বেজে
১৮. কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি

মন্তব্য করুন