Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের সূচী [ List of songs of Rabindranath Tagore’s Puja Episode]

রবীন্দ্রনাথ ঠাকুরের গানসমূহ তার ভাবজগৎ, দর্শন ও জীবনবোধের এক বিশাল নিদর্শন। তার রচিত গানের এক বিশেষ পর্যায় হলো “পূজা পর্যায়ের গান”, যা মূলত ভক্তিমূলক ও আত্মিক সাধনার আবহে রচিত। এই পর্যায়ের গানগুলোতে মানুষ ও স্রষ্টার অন্তরঙ্গ সম্পর্ক, আত্মসমর্পণ, প্রার্থনা, ঈশ্বরপ্রেম ও আধ্যাত্মিক অভিজ্ঞতা গভীরভাবে প্রকাশ পেয়েছে। ‘গীতবিতান’-এ পূজা পর্যায়ের গানগুলোর একটি সংগঠিত সূচী রয়েছে, যেখানে রবীন্দ্রনাথের ভক্তি, ধ্যান, তপস্যা ও বিশ্বনিয়ন্ত্রকের প্রতি অনুরাগের ছায়া স্পষ্টভাবে ধরা পড়ে। এই গানগুলি বাঙালি সংস্কৃতির ধারায় গভীর প্রভাব রেখেছে এবং আজও শ্রোতাদের অন্তরে ঈশ্বরানুভূতির জাগরণ ঘটায়।

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২। তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসংগীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সংগীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

 

রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের সূচী :

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন:

Exit mobile version