প্রার্থনা কবিতা চৈতালী। prarthana kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা কবিতা চৈতালী [ prarthana kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।  এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ প্রার্থনা

প্রার্থনা কবিতা চৈতালী। prarthana kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

প্রার্থনা কবিতা চৈতালী। prarthana kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কাছে নাই ব’লে হেরো সখা, তাই

“আমি বড়ো’ “আমি বড়ো’ করিছে সবাই।

সকলেই উঁচু হয়ে দাঁড়ায়ে সমুখে

বলিতেছে, “এ জগতে আর কিছু নাই।’

নাথ, তুমি একবার এসো হাসিমুখে

এরা সবে ম্লান হয়ে লুকাক লজ্জায়–

সুখ দুঃখ টুটে যাক তব মহাসুখে,

যাক আলো অন্ধকার তোমার প্রভায়।

প্রার্থনা কবিতা চৈতালী। prarthana kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

নহিলে ডুবেছি আমি, মরেছি হেথায়,

নহিলে ঘুচে না আর মর্মের ক্রন্দন–

শুষ্ক ধূলি তুলি শুধু সুধাপিপাসায়,

প্রেম ব’লে পরিয়াছি মরণবন্ধন।

কভু পড়ি কভু উঠি, হাসি আর কাঁদি–

খেলাঘর ভেঙে প’ড়ে রচিছে সমাধি।

প্রার্থনা কবিতা চৈতালী। prarthana kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

মন্তব্য করুন