ফিরবে না তা , প্রেম ২৫৯ | Firbe na ta

ফিরবে না তা , প্রেম ২৫৯ | Firbe na ta  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

ফিরবে না তা , প্রেম ২৫৯ | Firbe na ta

রাগ: ভৈরব-কীর্তন

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

 

ফিরবে না তা , প্রেম ২৫৯ | Firbe na ta
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ফিরবে না তা:

ফিরবে না তা জানি, তা জানি–

আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥

গাঁথবে না মালা জানি মনে,

আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে

প্রাণে ওই পরশের পিয়াস আনি॥

কোথায় তুমি পথভোলা,

তবু থাক্‌-না আমার দুয়ার খোলা।

রাত্রি আমার গীতহীনা,

আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা–

তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥

 

ফিরবে না তা , প্রেম ২৫৯ | Firbe na ta
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

ফিরবে না তা , প্রেম ২৫৯ | Firbe na ta
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুন:

মন্তব্য করুন