Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বন্ধন কবিতা । bondhon kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বন্ধন কবিতাটি [ bondhon kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার-তরী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী

কবিতার নামঃ বন্ধন

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বন্ধন কবিতা । bondhon kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বন্ধন

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বন্ধ-ন? বন্ধ-ন বটে, সকলি বন্ধ-ন–

স্নেহ প্রেম সুখতৃষ্ণা; সে যে মাতৃপাণি

স্তন হতে স্তনান্তরে লইতেছে টানি,

নব নব রসস্রোতে পূর্ণ করি মন

সদা করাইছে পান। স্তন্যের পিপাসা

কল্যাণদায়িনীরূপে থাকে শিশুমুখে–

তেমনি সহজ তৃষ্ণা আশা ভালোবাসা

সমস্ত বিশ্বের রস কত সুখে দুখে

করিতেছে আকর্ষণ, জনমে জনমে

প্রাণে মনে পূর্ণ করি গঠিতেছে ক্রমে

দুর্লভ জীবন; পলে পলে নব আশ

নিয়ে যায় নব নব আস্বাদে আশ্রমে।

স্তন্যতৃষ্ণা নষ্ট করি মাতৃবন্ধপাশ

ছিন্ন করিবারে চাস কোন্‌ মুক্তিভ্রমে!

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও পড়ুনঃ

Exit mobile version