Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বরিষ ধরা মাঝে শান্তির বারি | Borish dhora majhe shantir bari [ পূজা পর্যায়ের গান ]

বরিষ ধরা মাঝে শান্তির বারি | Borish dhora majhe shantir bari

“বরিষ ধরা মাঝে শান্তির বারি” কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবতাবাদী রচনা। এটি তাঁর ‘পূজা পর্যায়ের গান’ হিসেবে চিহ্নিত, যা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও মানবকল্যাণের প্রার্থনায় নিবেদিত। এই গানে কবি শান্তির বৃষ্টি বর্ষণের মাধ্যমে পৃথিবীকে কল্যাণের পথে পরিচালিত করার আবেদন জানিয়েছেন। প্রার্থনার আবহে রচিত এই গানটি মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব ও অহিংসার বোধ জাগ্রত করতে চায়। “বরিষ ধরা মাঝে শান্তির বারি” কবিতাটির কাব্যিক সৌন্দর্য যেমন অপূর্ব, তেমনি এর ভাবধারাও চিরকালীন ও সর্বজনীন। এটি আজও শান্তিপূর্ণ ও মানবিক সমাজ নির্মাণের প্রেরণা জোগায়।

বরিষ ধরা মাঝে শান্তির বারি | Borish dhora majhe shantir bari

রাগ: ভৈরবী | তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৮৪

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে

ঊর্ধ্বমুখে নরনারী ॥

না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,

না থাকে শোকপরিতাপ।

হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,

বিঘ্ন দাও অপসারি ॥

কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,

কেন এ মান-অভিমান।

বিতর’ বিতর’ প্রেম পাষাণহৃদয়ে,

জয় জয় হোক তোমারি ॥

 

Exit mobile version