বর্ষার দিনে কবিতা । borshar dine kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বর্ষার দিনে কবিতা [ borshar dine kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ বর্ষার দিনে

বর্ষার দিনে কবিতা । borshar dine kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বর্ষার দিনে কবিতা । borshar dine kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

এমন দিনে তারে বলা যায়,

এমন ঘনঘোর বরিষায়!

এমন মেঘস্বরে                   বাদল-ঝরঝরে

        তপনহীন ঘন তমসায়।

        সে কথা শুনিবে না কেহ আর,

        নিভৃত নির্জন চারি ধার।

দুজনে মুখোমুখি           গভীর দুখে দুখী,

        আকাশে জল ঝরে অনিবার।

        জগতে কেহ যেন নাহি আর।

        সমাজ সংসার মিছে সব,

        মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে           আঁখির সুধা পিয়ে

        হৃদয় দিয়ে হৃদি অনুভব।

        আঁধারে মিশে গেছে আর সব।

        বলিতে বাজিবে না নিজ কানে,

        চমক লাগিবে না নিজ প্রাণে।

 

বর্ষার দিনে কবিতা । borshar dine kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সে কথা আঁখিনীরে          মিশিয়া যাবে ধীরে

        এ ভরা বাদলের মাঝখানে।

        সে কথা মিশে যাবে দুটি প্রাণে।

        তাহাতে এ জগতে ক্ষতি কার

        নামাতে পারি যদি মনোভার?

শ্রাবণবরিষনে                একদা গৃহকোণে

        দু কথা বলি যদি কাছে তার

        তাহাতে আসে যাবে কিবা কার?

        আছে তো তার পরে বারো মাস,

        উঠিবে কত কথা কত হাস।

আসিবে কত লোক            কত-না দুখশোক,

        সে কথা কোন্‌খানে পাবে নাশ।

        জগৎ চলে যাবে বারো মাস।

        ব্যাকুল বেগে আজি বহে বায়,

        বিজুলি থেকে থেকে চমকায়।

যে কথা এ জীবনে               রহিয়া গেল মনে

        সে কথা আজি যেন বলা যায়

        এমন ঘনঘোর বরিষায়।

আরও দেখুনঃ

যোগাযোগ

নিধু বলে আড়চোখে কবিতা | nidhu bole archokhe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দাড়ীশ্বরকে মানত করে কবিতা | darisworke manot kore kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁচড়াপাড়াতে এক কবিতা | kachraparate ek kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাঠশালে হাই তোলে কবিতা | pathshale hai tole kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অল্পেতে খুশি হবে কবিতা | olpete khusi habe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন