বশীরহাটেতে বাড়ি কবিতা | boshirhatete bari kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বশীরহাটেতে বাড়ি কবিতাটি [ boshirhatete-bari kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

বশীরহাটেতে বাড়ি

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ বশীরহাটেতে-বাড়ি

বশীরহাটেতে বাড়ি কবিতা | boshirhatete bari kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

বশীরহাটেতে বাড়ি কবিতা | boshirhatete-bari kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বশীরহাটেতে-বাড়ি

  বশ-মানা ধাত তার,

ছেলে বুড়ো যে যা বলে

  কথা শোনে যার-তার।

     দিনরাত সর্বথা

     সাধে নিজ খর্বতা,

মাথা আছে হেঁট-করা,

  সদা জোড়-হাত তার,

সেই ফাঁকে কুকুরটা

  চেটে যায় পাত তার।

বশীরহাটেতে বাড়ি boshirhatete bari [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন