বাঁশি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ বাঁ’শি
![বাঁশি bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 বাঁশি bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19-1.jpg)
Table of Contents
বাঁশি bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো, শোনো কে বাজায়!
বনফুলের মালার গন্ধ বাঁ’শির তানে মিশে যায়
অধর ছুঁয়ে বাঁ’শিখানি চুরি করে হাসিখানি,
বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়।
ওগো শোনো কে বাজায়।
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁ’শির মাঝে গুঞ্জরে,
বকুলগুলি আকুল হয়ে বাঁ’শির গানে মুঞ্জরে।
যমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ,
আকাশে ঐ মধুর বিধু কাহার পানে হেসে চায়।
ওগো, শোনো কে বাজায়।
![বাঁশি bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাঁশি bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
আরও দেখুনঃ