Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয়- চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়

কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

নলিনী
সে জন চলিয়া গেল কেন?
কি আমি করেছি বল্‌ হেন!
সে মোরে দেছিল ভালবাসা,
আমি তারে দিয়েছিনু আশা।
হেসেছি তাহার পানে চেয়ে,
তুষেছি তাহারে গান গেয়ে!
এক সাথে বসেছি হেথায়,
তবে বল’ আর কি সে চায়?
চায় কি সঁপিব তারে প্রাণ,
করিব জগৎ মোর দান?
মোর অশ্রুজল– মোর হাসি–
আমার সমস্ত রূপরাশি?
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
কে তার হৃদয় চেয়েছিল?
আপনি সে এনে দিয়েছিল।
পাছে তার মন ব্যথা পায়,
জ্ব’লে মরে প্রেম-উপেক্ষায়,
দয়া ক’রে হেসেছিনু তাই–
তাই তার মুখপানে চাই।
দয়া ক’রে গান গেয়েছিনু,
দয়া ক’রে কথা কয়েছিনু।
একি তবে মন-বিনিময়?
হৃদয়ের বিসর্জ্জন নয়?
সখি, তোরা বল্‌ দেখি, সত্য চ’লে গেল সে কি?
ফিরায়ে কি লইল হৃদয়?
এবার যদি সে আসে যাইব তাহার পাশে,
ভাল করে কথা কব হেসে–
গান গাব তার কাছে এসে?
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
এত দূরে গেছে তার মন,
গলাতে কি নারিব এখন?
আরও পড়ুনঃ

Exit mobile version