ভগ্নহৃদয় -ত্রিংশ সর্গ bhagno hriday tringso sorgo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়
কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় ত্রিংশ সর্গ
ভগ্নহৃদয় ত্রিংশ সর্গ bhagno hriday tringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
নলিনী
বড় সাধ গেছে মনে ভালবাসিবারে
সখি, তোরা বল্ দেখি ভালবাসি কারে?
বসন্তে নিকুঞ্জবনে বেষ্টিত সহস্র মনে
নলিনী প্রাণের খেলা শুধু খেলিয়াছে,
খেলা ছাড়া সত্যকার জীবন কি আছে?
সে জীবন দেখিবারে বড় সাধ গেছে!
মনেতে মিশায়ে মন সচেতনে অচেতন
জগত হইয়া আসে মৃদুছায়াময়,
দুটি মন চেয়ে থাকে, দোঁহে দোঁহা ঢেকে রাখে–
সজনি লো, সে বড় সুখের মনে হয়।
সে সুখ কি পাই যদি ভালবাসি কারে?
বড় সাধ যায়, সখি, ভালবাসিবারে!
এত যে হৃদয় আছে, ভ্রমে নলিনীর কাছে–
নলিনীর নহে কি গো একটিও তার?
যদি কারো দ্বারে যাই, কাঁদিয়া আশ্রয় চাই,
কেহই কি খুলিবে না হৃদয়ের দ্বার?
হৃদয়ের দুয়ারের বাহিরে বসিয়া
খেলেছি মনের খেলা সকলে মিলিয়া–
সিংহাসন নিরমিত’, আমারে বসায়ে দিত,
পদতলে ফুল তুলে দিত সবে আনি–
গরবে উন্মত্তহিয়া আপনারে বিসরিয়া
ভাবিতাম আমি বুঝি হৃদয়ের রাণী?
চারি দিকে আমার হৃদয়-রাজধানী!
দিবস সায়াহ্ন হ’ল, বসন্ত ফুরায়,
খেলাবার দিন যবে অবসান-প্রায়,
মাথায় পড়িল বাজ– সহসা দেখিনু আজ
আমি কেহ নই, শুধু খেলাবার রাণী–
বালুকার ‘পরে গড়া খেলা-রাজধানী!
নিতান্ত ভিখারী আজি দীনহীন বেশে সাজি
দুয়ারে দুয়ারে ভ্রমি আশ্রয়ের তরে,
সবাই ফিরায় মুখ উপেক্ষার ভরে।
খেলা যবে ফুরাইল কে কোথায় চ’লে গেল–
তাই বড় সাধ যায় ভালবাসিবারে।
সখি, তোরা বল দেখি ভালবাসি কারে?
আরও পড়ুনঃ
মাধব না কহ আদর বাণী madhob na koho ador bani [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর